ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুজন (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৮ মে) ওমানের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ সুজন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উজির আলী মেস্তরি বাড়ির তোফাজ্জল হোসেন তজু মিয়ার ছেলে।

সোমবার (৩০ মে) সকালে নিহতের বড় ভাই এনামুল হক মাস্টার ঢাকা পোস্টকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষিকাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে সালালাহ নগরীর একটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষে সাত বছর আগে ওমান পাড়ি দেয় সুজন। তার মৃত্যুতে বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে আমিরাতে প্রবাসীদের উদ্দীপনা

নূর নিউজ

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রতীক্ষিত মসজিদের দলিল চূড়ান্ত

নূর নিউজ

ছাত্রলীগের তোপের মুখে এমপি সিরাজ, আশ্রয় নিলেন পুলিশ ফাঁড়িতে

আলাউদ্দিন