করোনার ভুয়া সার্টিফিকেট তৈরির অপরাধে সৌদিতে ৪ বাংলাদেশী গ্রেফতার

করোনাভাইরাসের ভুয়া পিসিআর সার্টিফিকেট তৈরি এবং বিক্রি করার ঘটনায় সৌদি আরবে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেটের।

রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রিয়াদের একটি এলাকার একটি আবাসিক ইউনিটে এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল।

বিক্রির জন্য প্রস্তুত জাল পিসিআর সার্টিফিকেট এবং জালিয়াতি প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামগুলো ওই ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে বলেও জানান মেজর খালেদ।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন ট্রাম্প

Sufian Farabee

সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

নূর নিউজ

মানবাধিকার অফিস ইস্যুসহ চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি-জমিয়ত বৈঠক অনুষ্ঠিত

আনসারুল হক