কাতারে দুইদিন ব্যাপী ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন সম্পন্ন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

প্রবাসী বাংলাদেশীদের মাদকতা ও স্যোশাল মিডিয়ার আসক্তি থেকে মাঠে ফিরিয়ে আনতে  কাতারের রাজধানী দোহার অদূরে আইন খালেদ এলাকায় ব্রিটিশ স্কুলের মাঠে  গতকাল রাত ৯ টায়  সিলেটের কানাইঘাট প্রবাসী তরুণদের সংগঠন  বন্ধু মহল ফুটবল একাদশ আয়োজিত দুইদিন ব্যাপী  ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু।

১৬টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে  উদ্বোধনী ম্যাচ খেলে চট্টগ্রাম একাদশ ও মদিনা মুররা একাদাশ।

বন্ধু মহল ফুটবল একাদশের  সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুহেল আহমদ। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়ির সহ-সভাপতি হাবিবুর রহমান ও কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক।জালালাবাদ এসোসিয়েশনের  সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, অর্থ-সম্পাদক রেজাউল করিম রেজু, তথ্য  ও গবেষণা সম্পাদক আতিক আসলাম ও সদস্য এম, সাইফুর তালুকদার. মোক্তার তালুকদার, খালেদ আহমদ, ইকবাল  হোসেন ও আব্দুল্লাহ জাকারিয়া । এসময় উপস্থিত ছিলেন  বন্ধু মহল ফুটবল একাদশের সহ-সভাপতি  শাহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ।

খেলা শুরুর আগে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করেন ও বন্ধুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য তাদের আহবান জানান।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে  পরিচালনায় ছিলেন ইসা মিয়া, কাবা, আদনান, ফজলু , লোকমান, কামরান, নাঈম, সারোয়ার, জুবের ও রায়হান।

সংগঠনের  উপদেষ্টমণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন  আবু তাহির , সালিক, খালেদ, রফিক, বিলাল, সুহেল, আলী হোসেন, শামিম, আম্বিয়া, আরশ আলী, মোস্তাক, এবাদ, মন্নান,কাশিম ও সুলতান।

শুক্রবার রাত রাত ৮টায় সেমিফাইনাল ও পরে ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আয়োজকরা সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ করার জন্য কাতার প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

ওমরা করতে গিয়ে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু

নূর নিউজ

যুক্তরাষ্ট্র প্রবাসীর আত্মহত্যা, পলাতক স্ত্রীর প্রেমিক গ্রেফতার

নূর নিউজ

কাতারে আল নূর কালচারাল সেন্টারের ব্যবস্থাপনায় দাওয়াহ মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ