আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি:
কাতারের রাজধানী দোহার গ্র্যান্ড হামাদ স্ট্রিটে বাংলাদেশী মালিকানাধীন নুজুম গ্রুপের অফিস পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
রাষ্ট্রদূত অফিসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলান তাজ উদ্দিন সহ নুজুম গ্রুমের কর্মকর্তাবৃন্দ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জনি ও নিউজ ২৪এর কাতার প্রতিনিধি কাজী শামীম।
রাষ্ট্রদূতকে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান নুজুম গ্রুপের কর্মকর্তাবৃন্দ। রাষ্ট্রদূত নুজুম গ্রুপের প্রতিষ্ঠান নুজুম বিডি ট্রাভেলস এন্ড ট্যুরস, নুজুম লিমুজিন, নুজুম ট্রেডিং কন্ট্রাক্ট্রিং এন্ড ক্লিনিং সার্ভিসেস ড্রিম ইন্টারন্যাশনাল কনসালটেন্সি এন্ড সার্ভিস ও নুজুম টিভি.বিডি চ্যানেল এর অফিস ঘুরে দেখেন।
বিদায়কালে রাষ্ট্রদূত ব্যবসা সফল নুজুম গ্রুপের ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতার জায়গা থেকে অনেক সফল উদ্যোগ গ্রহণ করেছে যা প্রবাসী ব্যবসায়ীদের জন্য অনুকরণীয় হতে পারে।
শত ব্যস্ততার মাঝেও নুজুম গ্রুপের আমন্ত্রণে অফিস পরিদর্শন করায় কর্মকর্তারা রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাঁরা বিদায়ী রাষ্ট্রদূতের সুস্থতার সাথে নেক হায়াত ও সার্বিক সাফল্য কামনা করেন।