কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ইফতার মাহফিল

আমিনুল হক কাজল কাতার প্রতিনিধি

কাতারে বাণিজ্যিক এলাকা নাজমার প্রবাসী রেস্টুরেন্টের হল রুমে কাতারস্থ বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ও মনির হোসেনের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের কাতার শাখার সভাপতি মোঃ শরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বিশিষ্ট ব্যবসায়ী জেরিন ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানীর স্বত্ত্বাধিকারী মোঃ জহির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন কাতার এয়ার ওয়েজের কর্মকর্তা মাহফুজুর রহমান ও আহসান হাবিব জাবেদ।

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ও সংগঠনের লগো খচিত টি-শার্ট উপহার দেন কর্মকর্তারা।

বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভপতি নূরুল হুদা বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা বাবুল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও আলমগীর হোসেন।

অধ্যাপক আমিনুল হকের দোয়ার পর ইফতার গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

নূর নিউজ

বিদায়ী রাষ্ট্রদূত নজরুল ইসলামের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া সমিতির মধ্যাহ্নভোজ

আনসারুল হক

এবার ইসলাম ফোবিয়া দূর করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে কানাডা

নূর নিউজ