কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকায় আন্তর্জাতিক মহাসমাবেশ ১৫ নভেম্বর

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল আন্তর্জাতিক মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এই সমাবেশে মূল দাবি হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।

শনিবার (৯ আগস্ট) বাস্তবায়ন কমিটির বৈঠক রাজধানীর নিউস্কাটনের দিলু রোড মাদরাসায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সমাবেশ সফল করার নানা দিক নিয়ে আলোচনা হয়‌।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর।

পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানিরা আমাদের প্রিয় নবী ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পরে আরেক নবীকে (মির্জা গোলাম আহমদ কাদিয়ানী) নবী হিসেবে স্বীকার করে, যা ইসলামের মৌলিক বিশ্বাস খতমে নবুওয়াত-এর সরাসরি বিরোধী। পবিত্র কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রতিপন্ন যে, হযরত মুহাম্মদ (সা.)-ই শেষ নবী। অতএব, যারা নতুন নবী মানে, তারা ইসলামি আকিদা থেকে বিচ্যুত এবং ইসলামী শরিয়তের দৃষ্টিতে অমুসলিম।

এতে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা নুরুল হক হামিদী, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা হাসান জামিল, মাওলানা দ্বীন মুহাম্মদ পীর সাহেব জায়গীর, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মহাসচিব মুফতি মুহাম্মাদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি শামসুল আরেফিন খান সাদী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ্, প্রচার সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী, দাওয়াহ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সহ-অর্থ সম্পাদক মুফতি কামালুদ্দীন, মাওলানা কামালুদ্দীন মাসরূর,মাওলানা তাসলিম হুসাইন, মাওলানা বিন ইয়ামিন সাদী, মুফতি আব্দুস সালাম, মুফতি শেখ বুরহানন উদ্দীন, মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন, কাদিয়ানিরা মুসলমান নয়, বরং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একটি মারাত্মক ষড়যন্ত্রের অংশ। পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, সৌদি আরবসহ বহু মুসলিম দেশে ইতোমধ্যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে এখনও এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত না থাকায় জাতীয়ভাবে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।

আগামী ২৩ আগস্ট আন্তর্জাতিক মহাসমাবেশ বাস্তবায়নের জন্য রাজধানী ফরিদাবাদ মাদ্রাসায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

‘৩ মে হেফাজতের মহাসমাবেশের আগেই কুরআনবিরোধী নারী কমিশন বাতিল করুন’

আনসারুল হক

শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে : জমিয়ত

আনসারুল হক

বিএনপির নেতাদের বক্তব্যে ‘মৌলবাদ’ শব্দ নিয়ে আপত্তি হেফাজতে ইসলামের

আনসারুল হক