কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে।

শুক্রবার (০২ জুলাই) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর একটি দল তল্লাশি চালানোর সময় হামলার মুখে পড়ে। সে সময় স্বাধীনতাকামীদের গুলিতে এক সেনা নিহত হয়েছেন।

ঘটনার পর দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ ও জম্মু কাশ্মীর রাজ্য পুলিশ যৌথভাবে অভিযান শুরু করেছে।

এদিকে একই দিনে অরনিয়া সেক্টরে আবারও একটি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর আগে, গত শনিবার পাকিস্তান সীমান্তের কাছে পর পর দু’টি ড্রোন হামলার ঘটনা ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

আফগান-উজবেক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্বাক্ষর ৪৫টি নতুন চুক্তি

আনসারুল হক

ট্রাম্পকে ভোট দেওয়া মুসলিমরা গভীর হতাশায়: রিপোর্ট

নূর নিউজ

‘৮ হাজার মুসলিম অধ্যুষিত দেশটিতে নেই একটি মসজিদও’

আনসারুল হক