কাশ্মীরে হামলা : ভারতের কড়া সিদ্ধান্ত জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর ভারতের নেওয়া কঠোর পদক্ষেপের প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের।

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন এবং আহত হন অন্তত ১৭ জন। ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি।

ভারতের এসব সিদ্ধান্তকে ‘একতরফা ও আক্রমণাত্মক’ বলে উল্লেখ করেছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’

তিনি আরও বলেন, ‘ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না। এই চুক্তিতে শুধু ভারত ও পাকিস্তানই নয়, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক পক্ষগুলোও যুক্ত। ফলে এটি আন্তর্জাতিক আইনি বাধার সম্মুখীন হতে পারে।’

এদিকে, পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লি ইসলামাবাদের প্রতি আরও কঠোর অবস্থান নিয়েছে দিল্লি। সীমান্তে নজরদারি বৃদ্ধি, কূটনৈতিক চাপ এবং বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই হামলা এবং পরবর্তী কূটনৈতিক প্রতিক্রিয়ার কারণে এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এ জাতীয় আরো সংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি

নূর নিউজ

রাশিয়ানদের আরও বেশি বেশি বাচ্চা নিতে বললেন পুতিন

নূর নিউজ

মমতার নতুন মন্ত্রিসভায় ৭ মুসলিম সদস্য

আনসারুল হক