কুরবানির চামড়ার সিন্ডিকেট দমন ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা চান মুফতী খোরশেদ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মুফতী বোর্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা মুফতি খোরশেদ আলম কাসেমী।

আজ শুক্রবার (৬ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, “কুরবানির পশুর চামড়া মূলত সমাজের গরীব, মিসকিন ও অসহায় মানুষের হক। ইসলামী শরিয়ত এ সম্পদকে দানের অন্তর্ভুক্ত করেছে, যার সঠিক ব্যবস্থাপনা ও হিফাজত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “গত কয়েক বছর ধরে ঈদের সময় চামড়ার বাজারে নজিরবিহীন বিশৃঙ্খলা, সিন্ডিকেটের দৌরাত্ম্য, কৃত্রিম সংকট সৃষ্টি এবং মূল্যহীনতার কারণে দেশের বিভিন্ন স্থানে চামড়া পঁচে গেছে কিংবা রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে। ফলে গরীব ও দরিদ্র মানুষের প্রাপ্য অধিকার চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।”

মুফতি খোরশেদ আলম বলেন, “এই সংকট শুধু অর্থনৈতিক নয়, এটি মানবিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গেও জড়িত। সরকারের উচিত—ঈদের আগেই চামড়া বাজারে স্বচ্ছ নীতিমালা ঘোষণা করা, সিন্ডিকেট নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা, চামড়ার নির্ধারিত মূল্য মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনকে সক্রিয়ভাবে তদারকি চালাতে নির্দেশ দেওয়া।”

তিনি আরও বলেন, “চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আগাম বৈঠক করে মজুতদারদের চিহ্নিত ও নিয়ন্ত্রণ না করলে এবারও চামড়ার বাজার ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।”

বিবৃতির শেষে মুফতি খোরশেদ আলম বলেন, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—কুরবানির এই মহান ইবাদতের আর্থিক উপাদান যেন অপচয় না হয় এবং গরীবদের হক যথাযথভাবে আদায় হয় তা নিশ্চিত করা হোক। একটি সুসংগঠিত, ন্যায়ভিত্তিক ও দূরদর্শী পরিকল্পনা এখন সময়ের দাবি।”

এ জাতীয় আরো সংবাদ

মুসলমানদের জায়গা দখল করার পাঁয়তারা করছে মোদি সরকার: ক‌ওমি পরিষদ

আনসারুল হক

হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও সফল করতে আল্লামা বাবুনগরীর আহ্বান

আনসারুল হক

মামুনুল হকের মুক্তির দাবিতে এবার মাঠের কর্মসূচিতে খেলাফত মজলিস

নূর নিউজ