কুয়েতে ডেলিভারি কোম্পানির জন্য নতুন নির্দেশনা

কুয়েতে ফুড ডেলিভারি বা পণ্য ডেলিভারি কোম্পানিগুলোর জন্য নতুন আইন আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমসে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদে উল্লেখ করা হয়, ১ অক্টোবর থেকে ‘হোম ডেলিভারি’ কোম্পানিগুলোকে ৪টি শর্ত মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে-

১. ডিউটি অবস্থায় অবশ্যই গাড়ি বা মোটরসাইকেল ড্রাইভারকে ইউনিফর্ম পরিধান করতে হবে।

২. যে কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবেন আপনাকে সেই কোম্পানির কন্ট্রাক্ট বা আকামার হতে হবে (গাড়ি বা মোটরসাইকেল উভয়)।

৩. কুয়েত বলদিয়া থেকে অনুমোদনপ্রাপ্ত ডেলিভারি কোম্পানির একটি স্টিকার অবশ্যই গাড়ি ও মোটরসাইকেলে লাগানো থাকতে হবে।

৪. সব ডেলিভারিম্যানের অবশ্যই বলদিয়ার কার্ড (স্বাস্থ্য সনদ) বাধ্যতামূলক।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোম্পানিগুলোর প্রতি মন্ত্রণালয়ের নির্দেশনাবলী এবং সংগঠিত আইন মেনে চলার জন্য আহবান জানিয়েছে।

যদি কোনো কোম্পানি এই শর্ত লঙ্ঘন করে তার লাইসেন্স স্থগিত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীর আত্মহত্যা: খোঁজ মিলেনি ১৮ দিনেও

নূর নিউজ

প্রবাসী বাংলাদেশীদের কাজে মুগ্ধ তাবুকের গভর্নর

নূর নিউজ

বরগুনার পথে হা‌দিসু‌রের মর‌দেহ

নূর নিউজ