কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল না করে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, দলের নাম ব্যবহার করে যেন কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। এ বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিককে সচেতন থাকতে হবে, যাতে কেউ বিএনপির নাম ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল না করতে পারে। দলের নাম ব্যবহার করে কেউ যেন জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে না পারে—এই বিষয়ে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

ঐক্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘ধানের শীষের সব নেতাকর্মী আজও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করছে। আমাদের সামনে একটাই লক্ষ্য—যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।’

এ জাতীয় আরো সংবাদ

স্পেনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

আনসারুল হক

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শেরপুরের এক মা

নূর নিউজ

নিবন্ধন পাচ্ছে ৬৮ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

নূর নিউজ