খানকায়ে আহমদিয়ার উদ্যোগে পরিচালিত ১৪ দিনব্যাপী ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১০টায় কোর্সটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত কোর্সে দেশ-বিদেশ থেকে আগত আগ্রহী আত্মসংশোধনপ্রত্যাশী অংশগ্রহণকারীরা গভীর মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর নূরের আলোয় কাশফ, ইলহাম ও আত্মিক উন্নতির অভাবনীয় অভিজ্ঞতা অর্জন করেন।
খানকায়ে আহমদিয়ার পরিচালক, শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী কোর্স-পরবর্তী এক বক্তব্যে বলেন, “আমরা এই কোর্সে যা কিছু শেখাতে চেয়েছি, আলহামদুলিল্লাহ, প্রতিটি অংশগ্রহণকারী তা আত্মস্থ করেছেন। অন্তরে আল্লাহর নূর প্রতিষ্ঠিত হলে তবেই একজন ব্যক্তি কাশফ ও ইলহামের স্তরে পৌঁছতে পারেন। এটা শুধুই জ্ঞানের বিষয় নয়, বরং অন্তরের আমল ও হাল সংশোধনের একটি পবিত্র পথ।”
আধ্যাত্মিক শুদ্ধতার এই বিশেষ কোর্সে অংশগ্রহণকারীরা ইসলামী তাসাউফের উচ্চতর স্তরে উপনীত হন এবং আল্লাহর নৈকট্য, অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক বাস্তবতার এক নতুন জগতে প্রবেশ করেন।
২৭তম কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে ২৮তম কোর্স চলমান রয়েছে। ইতোমধ্যে দেশ-বিদেশের অনেক নতুন সাথী এতে অংশ নিচ্ছেন। পাশাপাশি ২৯তম কোর্স শীঘ্রই শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে খানকায়ে আহমদিয়া বাংলাদেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ধারাবাহিকভাবে এই আধ্যাত্মিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে, যা আত্মশুদ্ধি, কাশফ ও আল্লাহর নৈকট্যের পথে নিরলসভাবে কাজ করছে।
প্রধান কার্যালয়: চাঁচাহার পাড়া, শাজাহানপুর, বগুড়া
শাখা অফিস: মোহাম্মদপুর (ঢাকা), বড় টেংরা (বগুড়া), ফুলবাড়ি (দিনাজপুর), গৌরনদী (বরিশাল), খানবাড়ি (মুন্সিগঞ্জ)