খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন

খানকায়ে আহমদিয়ার উদ্যোগে পরিচালিত ১৪ দিনব্যাপী ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১০টায় কোর্সটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত কোর্সে দেশ-বিদেশ থেকে আগত আগ্রহী আত্মসংশোধনপ্রত্যাশী অংশগ্রহণকারীরা গভীর মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর নূরের আলোয় কাশফ, ইলহাম ও আত্মিক উন্নতির অভাবনীয় অভিজ্ঞতা অর্জন করেন।

খানকায়ে আহমদিয়ার পরিচালক, শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী কোর্স-পরবর্তী এক বক্তব্যে বলেন, “আমরা এই কোর্সে যা কিছু শেখাতে চেয়েছি, আলহামদুলিল্লাহ, প্রতিটি অংশগ্রহণকারী তা আত্মস্থ করেছেন। অন্তরে আল্লাহর নূর প্রতিষ্ঠিত হলে তবেই একজন ব্যক্তি কাশফ ও ইলহামের স্তরে পৌঁছতে পারেন। এটা শুধুই জ্ঞানের বিষয় নয়, বরং অন্তরের আমল ও হাল সংশোধনের একটি পবিত্র পথ।”

আধ্যাত্মিক শুদ্ধতার এই বিশেষ কোর্সে অংশগ্রহণকারীরা ইসলামী তাসাউফের উচ্চতর স্তরে উপনীত হন এবং আল্লাহর নৈকট্য, অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক বাস্তবতার এক নতুন জগতে প্রবেশ করেন।

২৭তম কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে ২৮তম কোর্স চলমান রয়েছে। ইতোমধ্যে দেশ-বিদেশের অনেক নতুন সাথী এতে অংশ নিচ্ছেন। পাশাপাশি ২৯তম কোর্স শীঘ্রই শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে খানকায়ে আহমদিয়া বাংলাদেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ধারাবাহিকভাবে এই আধ্যাত্মিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে, যা আত্মশুদ্ধি, কাশফ ও আল্লাহর নৈকট্যের পথে নিরলসভাবে কাজ করছে।

প্রধান কার্যালয়: চাঁচাহার পাড়া, শাজাহানপুর, বগুড়া
শাখা অফিস: মোহাম্মদপুর (ঢাকা), বড় টেংরা (বগুড়া), ফুলবাড়ি (দিনাজপুর), গৌরনদী (বরিশাল), খানবাড়ি (মুন্সিগঞ্জ)

এ জাতীয় আরো সংবাদ

মাদরাসা খোলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক আজ

নূর নিউজ

বিশ্ব ইজতেমায় কী শেখানো হয়

নূর নিউজ

অবশেষে শুরু ইজতিমার ময়দানের সামিয়ানা খোলার কাজ, আলমি শূরার কাছে দায়িত্ব হস্তান্তর

নূর নিউজ