‘খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করব’

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণ আরও বেশি বেরিয়ে আসবে। এর মাধ্যমে নিঃসন্দেহে আমরা একটি আন্দোলন করতে পারব। যে আন্দোলনের মাধ্যমে আমরা এ সরকারকে বাধ্য করতে পারব বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।

তিনি বলেন, সরকার ভয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না, কারণ তারা ভয় পায় তিনি যদি সুস্থ হয়ে বেরিয়ে আসেন তাহলে তাদের তক্ত-তাউস খান খান হয়ে ভেঙে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি এতই অসুস্থ যে ডাক্তাররা বলছেন তিনি জীবন মরণের সন্ধিক্ষণে। তাকে বিদেশে পাঠাতে হবে। কিন্তু এ সরকার যাদের সাথে জনগণের সম্পর্ক নেই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা তাঁকে বাইরে যেতে দিতে চায় না।

এ জাতীয় আরো সংবাদ

আওয়ামী লীগ কী অপরাধ করেছে যে, পদত্যাগ করতে হবে

নূর নিউজ

তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে : মির্জা ফখরুল

নূর নিউজ

রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিজেপি-আ.লীগ এক সঙ্গে কাজ করতে আগ্রহী

নূর নিউজ