খালেদা জিয়া চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন। অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে কাল বুধবার থেকে সারাদেশের জেলা সদরে সমাবেশ কর্মসূচির কথা জানান।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রিজভী বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বারবার দাবি করা সত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন। যতই দিন যাচ্ছে তার শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক’ খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনভাবেই বিবাচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তার চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অথচ খালেদা জিয়ার মতো সংগ্রামশীল জীবন এখনও কেউ অতিক্রম করতে পারেনি। এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরী করেছিলেন তা আজও গণতন্ত্রহারা মানুষকে আন্দোলিত করে।

রিজভী বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঞ্চিত হচ্ছেন মৌলিক মানবাধিকার থেকে। দেশের প্রচলিত আইনেই বিদেশে তার চিকিৎসা সম্ভব। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দাবিকেও অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে নিঃশেষ করে দেয়ার আয়োজনে ব্যস্ত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী নেওয়াজ, এবায়দুল হক চানসহ আরো অনেকে।

এ জাতীয় আরো সংবাদ

ষাটের দশকের গণ আন্দোলনের নেতা রেজা আলীর মৃত্যুতে জাফরুল্লাহ চৌধুরীর শোক

নূর নিউজ

ডা. জাফরুল্লাহর বক্তব্যকে সত্য দাবি জামায়াতের

নূর নিউজ

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিববুল্লাকে গুলি করে হত্যা

নূর নিউজ