গণভোট ও পিআর পদ্ধতির দাবি আ.লীগকে পুনর্বাসন করবে: মাওলানা ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, পিআর পদ্ধতি, সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আওয়ামী লীগকে পুনর্বাসনে সহায়তা করছে বলে সাধারণ মানুষ মনে করছে।

তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বিনা শর্তে ক্ষমা করেছে, তারাই আজ পিআর, সংস্কার ও গণভোটের নামে নির্বাচন বিলম্ব করতে চাইছে। অথচ দেশে স্থিতিশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন সরকার ঘোষিত সময়েই অনুষ্ঠিত হতে হবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম এবং পরিচালনা করেন দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম।

প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি চৌধুরী নাসির আহমদ, মাওলানা মাঈনুদ্দীন মানিক, মাওলানা বাইজিদ মাহমুদ, মাওলানা নাসির উদ্দিন আকন্দ, মুফতি তৌফিক কাসেমী, মুফতি ইউনুস, মাওলানা জাফর আহমদ ও মাওলানা শাফায়াত হোসাইন প্রমুখ।

প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, “প্রশিক্ষণ একটি সংগঠনের ভিত মজবুত করার অন্যতম প্রধান উপাদান। দক্ষ নেতৃত্ব, আদর্শিক দৃঢ়তা, সংগঠনিক সচেতনতা ও সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। একজন কর্মী বা নেতা সঠিক প্রশিক্ষণ পেলে কেবল সংগঠনের প্রতিনিধি নন; বরং সমাজ, দেশ ও জাতির উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে পারেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ও নীতিনিষ্ঠ ইসলামী সংগঠন। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে খতমে নবুওয়াত রক্ষা, কওমি মাদ্রাসার স্বীকৃতি, সমাজ সংস্কার ও নৈতিক রাজনীতির প্রতিষ্ঠায় দলটির অবদান অনস্বীকার্য।

তাদের মতে, আদর্শিক রাজনীতি গড়ে তুলতে হলে প্রশিক্ষিত ও সচেতন নেতৃত্ব তৈরি করা জরুরি। এ লক্ষ্যে জমিয়ত কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি চালু রেখেছে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইজরাইল’ সংযোজনের আহ্বান সমাবেশে

আনসারুল হক

কক্সবাজারে ২ রোহিঙ্গা নেতাকে গু*লি করে হ*ত্যা

নূর নিউজ

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য

নূর নিউজ