গাজামুখী ‘সামুদ ফ্লোটিলা’ ঠেকালে ইউরোপ অচলের হুঁশিয়ারি ইতালীয় শ্রমিকদের

গাজার উদ্দেশ্যে যাত্রারত আন্তর্জাতিক সামুদ ফ্লোটিলা নিয়ে জেনেভা বন্দর থেকে এক নাবিক সতর্ক করে বলেছেন, ফ্লোটিলার সঙ্গে যদি সামান্য সময়ের জন্যও যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে ইতালীয় শ্রমিকরা ‘পুরো ইউরোপ অচল করে দেবেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আর আরাবিয়া সূত্রে জানা গেছে, ইতালির শ্রমিক ইউনিয়ন সিন্ডাকেল দি বেস (USB)–এর হয়ে কথা বলতে গিয়ে রিকার্দো রোদিনা জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফ্লোটিলার জাহাজগুলো গাজার উপকূলে পৌঁছাবে এবং একটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রবেশ করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের জাহাজ বা সহকর্মীদের সঙ্গে যদি মাত্র ২০ মিনিটের জন্যও যোগাযোগ বিচ্ছিন্ন হয়, আমরা পুরো ইউরোপ বন্ধ করে দেব।’

‘সামুদ ফ্লোটিলা’র এই মিশন দুটি পথ থেকে শুরু হয়েছে—একটি বার্সেলোনা থেকে, আরেকটি তিউনিসিয়া থেকে। আশা করা হচ্ছে, ভূমধ্যসাগরে একত্র হওয়ার পর ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে যাত্রা করবে।

শ্রমিকরা মনে করেন, ইউরোপের বন্দরগুলো যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র পাঠানো ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোদিনা জানান, ‘প্রতি বছর ১৩ থেকে ১৪ হাজার কনটেইনার এই অঞ্চল থেকে ইসরায়েলে পাঠানো হয়। যদি ফ্লোটিলাকে গাজায় পৌঁছাতে বাধা দেওয়া হয়, তবে এখান থেকে একটি পেরেকও যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের তরুণ পুরুষ ও নারী কর্মীরা বিন্দুমাত্র আঘাত ছাড়াই ফিরে আসুক এবং যে সাহায্যসামগ্রী ফিলিস্তিনি জনগণের জন্য পাঠানো হচ্ছে, তার শেষ বাক্সটিও যেন নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।’

ফ্লোটিলায় থাকা অপর এক নাবিক হোসে নুয়োভি জেনেভা বন্দরের ঐতিহাসিক প্রতিরোধের কথা তুলে ধরে বলেন, শ্রমিক ইউনিয়ন অতীতেও ইসরায়েলে অস্ত্র পরিবহন ঠেকাতে অবরোধ ও ধর্মঘট আয়োজন করেছে।

এদিকে, এই ফ্লোটিলায় যোগ দিয়েছেন বিশ্বখ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম, আন্তর্জাতিক জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জোয়েলেলি ম্যান্ডেলা। তবে অধিকাংশ অংশগ্রহণকারীই নাবিক, শ্রমিক ইউনিয়নের সদস্য, নার্স, সাংবাদিক ও সাধারণ মানুষ।

সূত্র: আর আরাবিয়া

এ জাতীয় আরো সংবাদ

গাজায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়াল

নূর নিউজ

বিশ্বজুড়ে ফের বেড়েছে খাদ্যপণ্যের দাম

নূর নিউজ

আজই সৌদি যাচ্ছেন জিনপিং, ৩ হাজার কোটি ডলারের চুক্তির সম্ভাবনা

নূর নিউজ