বৈশ্বিক ধর্মঘট পালনের আহ্বান কওমি শিক্ষাবোর্ড বেফাকের

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটের সঙ্গে একাত্মতা এবং এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান ও মহাসচিব আল্লামা মাহফুজুল হক।

সোমবার (৭ এপ্রিল) বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তাঁরা এই আহ্বান জানান।

বেফাক নেতৃবৃন্দ আজ সোমবার সারা বিশ্বের মুসলমানদের বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশের সর্বস্তরের মুসলমানকে এর সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। বেফাক নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ প্রতিবাদ জানানোর আহ্বানের পাশাপাশি গোটা মুসলিম বিশ্বকে সর্বাত্মক প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হওয়ারও ডাক দেন।

এ জাতীয় আরো সংবাদ

নারী কমিশন বাতিলের দাবিতে কাল বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম

আনসারুল হক

এবার কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম শুরু

নূর নিউজ

সমমনা ইসলামী দলসমূহের সঙ্গে সমঝোতায় সম্মত ইসলামী ঐক্যজোট

আনসারুল হক