গাজায় গণহত্যা ও সিরিয়া বিভক্তির তীব্র প্রতিবাদ সৌদি আরবের

জেদ্দায় খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে সৌদি মন্ত্রীসভার বৈঠকে আরব অঞ্চল ও বিশ্বের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকে মন্ত্রীসভা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন অবিলম্বে হস্তক্ষেপ করে গাজায় চলমান দুর্ভিক্ষ বন্ধ করে এবং ইসরায়েলি সেনা কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা ও যুদ্ধাপরাধ বন্ধে পদক্ষেপ নেয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, সৌদি আরব বৈঠকে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জেদ্দায় অনুষ্ঠিত জরুরি অধিবেশনের সুপারিশসমূহের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

এসব সুপারিশে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, ফিলিস্তিনিদের গণহত্যা প্রতিরোধ এবং গাজা দখল ও নিয়ন্ত্রণের ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

মন্ত্রিসভা সতর্ক করে জানায়, ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন ও অপরাধ যদি শাস্তিহীন থেকে যায়, তবে তা কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে।

এ ছাড়া বৈঠকে ইসরায়েল কর্তৃক সিরিয়ার ভূমিতে ধারাবাহিক আগ্রাসন, লঙ্ঘন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কঠোর নিন্দা জানানো হয়। সৌদি আরব সিরিয়া সরকারের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন জানায়, যা দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য রক্ষা, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সার্বভৌমত্ব শক্তিশালী করতে নেওয়া হয়েছে। একই সঙ্গে জোর দিয়ে বলা হয়, সিরিয়াকে বিভক্ত করা কিংবা বিচ্ছিন্নতাবাদী কোনো পরিকল্পনা কখনোই মেনে নেওয়া হবে না।

সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরো সংবাদ

গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের প্রথম ধাপ শুরু

আনসারুল হক

নূর নিউজ২৪ এর যাত্রা শুরু

arif

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

নূর নিউজ