ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী বহরের জাহাজে ড্রোন হামলা

গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী বহরের একটি জাহাজে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, পর্তুগালের পতাকাবাহী জাহাজটিকে উত্তর আফ্রিকার উপকূলীয় এলাকায় লক্ষ্যবস্তু করা হয়। বহরে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ সাড়ে তিনশর বেশি মানবাধিকারকর্মী ও ত্রাণসেবক ছিলেন।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, বহরের মূল জাহাজটি হামলার শিকার হয়, যেখানে স্টিয়ারিং কমিটির সদস্যরা অবস্থান করছিলেন। তবে সব সদস্য ও নাবিক নিরাপদে আছেন। সংগঠনটি হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজের ভিডিওও প্রকাশ করেছে।

ড্রোন হামলার পরও সদস্যরা গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার শান্তিপূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে এই ত্রাণবাহী বহর যাত্রা শুরু করে। সমুদ্রপথে গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং তৃতীয় প্রচেষ্টা।

এর আগে চলতি বছরের জুলাই মাসে ইতালি থেকে গাজার উদ্দেশ্যে যাওয়া ‘হানজালা’ নামের একটি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে সেটি দখল করে নেয়।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের তথ্য অনুযায়ী, হামলার সময় জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

সূত্র: জিও নিউজ

এ জাতীয় আরো সংবাদ

‘হুমকিদাতা’ সেই মার্কিন কূটনীতিকের নাম জানালেন ইমরান খান

নূর নিউজ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল

নূর নিউজ

ট্রানজিট ভিসা দিয়েই উমরাহ পালনের সুযোগ দিবে সৌদি সরকার

নূর নিউজ