গাজা খালি করতে ইসরায়েলি সেনা অভিযান শুরু, ৫০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েল গাজা সিটিতে স্থলবাহিনী নামিয়েছে এবং ফিলিস্তিনিদের শহর খালি করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় ৫০টি বহুতল ভবন ভাঙা কেবল শুরু, আসল সামরিক অভিযান এখন শুরু হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, নেতানিয়াহু আরও জানান, ইসরায়েলি বিমানবাহিনী ইতোমধ্যে গাজা সিটির উঁচু ভবনগুলোতে হামলা চালিয়েছে, যা আসন্ন স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে পরিচালিত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের দ্রুত শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ অভিযান আগামী বছর পর্যন্ত চলতে পারে এবং এতে অন্তত এক লাখ ৩০ হাজার রিজার্ভ সেনা অংশ নেবে।

এদিকে ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় আরও ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হুমকি দিয়ে বলেছিলেন, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এবার হামাসেরও তা মেনে নিতে হবে, না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: ডেইলি জং

এ জাতীয় আরো সংবাদ

এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করবো

নূর নিউজ

বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল দক্ষিণ কোরিয়া

আনসারুল হক

ইউক্রেনকে ৩৩০০ কোটি ডলার সহায়তা দিলেন বাইডেন

নূর নিউজ