গাজীপুরের ঘটনাকে কোনভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: হাবিবুল্লাহ মিয়াজী

গাজীপুরের ঘটনাকে কোনভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কিংবা নতুন করে কাউকে পুলিশ প্রশাসনের জিম্মায় নেয়ার কিংবা গুম-খুন অথবা গ্রেফতারের কোন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে দায়িত্বশীল মহল সজাগ থাকা চাই।’

এর আগে অপর এক পোস্টে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী অভিযোগ করেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন (ISKCON) দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “ইসকন বাংলাদেশকে অভিন্ন ভারত ঘোষণার দাবিদার, অবৈধ অর্থ পাচার এবং ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল ও ধর্ষণের মতো কর্মকাণ্ডে জড়িত।’

তিনি আরও দাবি করেন, “মুসলমানদের পবিত্র কুরআন পোড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ইসরায়েলি কায়দায় দেশের বিভিন্ন জেলায় আস্তানা গড়ে তোলাই এখন তাদের মূল উদ্দেশ্য।”

খেলাফত আন্দোলনের মহাসচিব জানান, গাজীপুরের টঙ্গীতে জুমার খুতবায় ইসকনের ইসলামবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করায় খতিব মাওলানা মুহিব্বুল্লাহকে একাধিকবার হুমকি দেওয়া হয়।
“পরবর্তীতে টঙ্গী ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে করে সীমান্ত জেলা পঞ্চগড়ের তেতুলিয়া এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে,” বলেন তিনি।

এ ঘটনায় ইমাম মুহিব্বুল্লাহর ওপর হামলা ও গুমের চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, ‘আরব বিশ্বের বহু দেশে নিষিদ্ধ একটি সংগঠন বাংলাদেশে কীভাবে অবাধে কার্যক্রম চালাচ্ছে—এ প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে। ইসলাম ও মানবতা রক্ষায় প্রয়োজনে তাওহিদী জনতা ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

এ জাতীয় আরো সংবাদ

মায়ের প্রতি আবু হুরায়রা রা.-এর শ্রদ্ধা-ভালোবাসা যেমন ছিল

নূর নিউজ

রমজান মাসে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত

নূর নিউজ

তাসবিহ ও তাকবির পাঠের ফজিলত

নূর নিউজ