গাজীপুরে বসতবাড়িতে আগুন, চারজনের মৃত্যু

নূর নিউজ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পাকারমাথা ৯০ কলোনি এলাকায় একটি টিনের তৈরি কাঁচা বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ছয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে প্রস্তুতকৃত মাংস রপ্তানি করতে চায় ভারত

নূর নিউজ

চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জের ২০২০

আনসারুল হক

‘পুলিশ ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করলে তার দায় পুলিশ নেবে না’

নূর নিউজ