‘গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনমানুষের ধর্মীয় অনুভূতির পরিপন্থী’

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর, চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে ‘সচেতন ছাত্র সমাজ নোয়াখালী’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কবির। সঞ্চালনা করেন জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সভাপতি শায়েখ ইউসুফ আল মাদানী, নোয়াখালী-৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুদ্দীন আমানতপুরী, মুহাম্মাদ আরাফাত বিন জাহাঙ্গীর ও মাহবুব আলম।

বক্তারা বলেন, ‘শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।

তারা সাম্প্রতিক প্রজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনমানুষের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। এটি পতিত স্বৈরাচারী শাসনের মতো একগুঁয়েমির বহিঃপ্রকাশ। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক প্রসার ঘটবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চরমটুয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আবুল কাসেম আমিনী, বিশিষ্ট লেখক মাওলানা মমিনুল হক চৌধুরী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম, জাতীয়বাদী ছাত্রদল নরোত্তমপুর ইউনিয়নের সভাপতি আবির মাহমুদ, ধন্যপুর মাদরাসার মুহাদ্দিস মুফতী গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা রহমতুল্লাহ আমিনী, মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী, মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, হাফেজ নুরুল আলম, মাওলানা ফয়জুল্লাহ আখতারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নোয়াখালীর সভাপতি আহমদ আইমান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

আজানের উত্তর দেওয়া সুন্নত

নূর নিউজ

হাদিসে বর্ণিত ৯ টি কবিরা গুনাহ

নূর নিউজ

মসজিদুল আকসায় মুসলিমরা নামাজ পড়ার অধিকার পেলেন যেভাবে

নূর নিউজ