গুরুতর অসুস্থ দিল্লির শাহী জামে মসজিদের ইমাম

ভারতের ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের খতীব ও ইমাম মাওলানা আহমদ বুখারী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখের চামড়ার নিচে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে।

দুই দিন আগে হুজুরকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তর করা হয় রাজধানীর স্বনামধন্য এ্যাপোলো হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা বুখারীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। দ্রুত আরোগ্য লাভ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে মাওলানা আহমদ বুখারীর পক্ষ থেকে দেশ-বিদেশের মুসলমানদের প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁকে দেখতে আসা ঘনিষ্ঠজনরাও সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আল্লাহ তা’আলা হুজুরকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন—এই প্রার্থনায় মুখর মুসলিম জনতা।

এ জাতীয় আরো সংবাদ

ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক

নূর নিউজ

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত শিশুর সংখ্যা ছাড়াল ৪ হাজার

নূর নিউজ

কেরাত সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শায়খ আহমাদ বিন ইউসুফ

নূর নিউজ