চট্টগ্রামের প্রসিদ্ধ ওয়ায়েজ ও বাঁশখালীর কৃতি সন্তান মাওলানা আশরাফ আলী গাজী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। এক শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা আশরাফ আলী গাজী রহ. একজন বিদগ্ধ আলেম ও প্রবীণ ওয়ায়েজ ছিলেন, যিনি প্রায় অর্ধশতক ধরে ওয়াজ ও নসীহতের মাধ্যমে জনসাধারণকে ইসলামের পথে চলার আহ্বান জানিয়ে আসছিলেন।
কুরআন ও সুন্নাহর আলোকে স্বতন্ত্র বাচনভঙ্গিতে আধ্যাত্মিক চেতনায় হৃদয় ছুঁয়ে যাওয়া তাঁর বয়ান শ্রোতাদের মাঝে উজ্জীবন সৃষ্টি করত। দ্বীনের সহীহ পয়গাম ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃদ্বয় আরও বলেন, ওয়াজ-নসীহতের পাশাপাশি ঈমানী ইস্যুতে তিনি রাজপথেও সাহসী ও বলিষ্ঠ ভূমিকা পালন করতেন। বিভিন্ন সভা-সমাবেশে প্রতিবাদী বক্তব্য রাখতেন তিনি। তিনি আকাবিরীনের আমানত হিসেবে নেজামে ইসলাম পার্টির প্রতি গভীর আনুগত্য প্রদর্শন করেছেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে বাঁশখালীতে নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী আল্লামা মুফতি ইযহারুল ইসলাম চৌধুরীর পক্ষে তিনি সরাসরি কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া পার্টির বিভিন্ন সভা-মজলিসেও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতেন।
প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একনিষ্ঠ দ্বীনের খাদেমকে হারিয়েছি। আমরা আল্লাহ তাআলার দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও درجاتের উর্ধ্বগতি কামনা করি এবং শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, শ্রোতাপ্রিয় প্রবীণ ওয়ায়েজ মাওলানা আশরাফ আলী গাজী রহ. গত ৮ আগস্ট (শুক্রবার) বিকেল ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।