চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

অনতিবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের জন্য অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ট ড. মুহম্মদ ইউনুস এর প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনতা। কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় রামু বাইপাস খালেকুজ্জামান চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন এ মহাসড়কে অসংখ্য ছোট-বড় দূর্ঘটনায় পর্যটকসহ সর্বস্তুরের মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। কেউ সন্তান হারাচ্ছে, কেউ পিতা-মাতাকে হারাচ্ছে। অনেকে পঙ্গুত্ব বরণ করে সারাজীবন দূঃসহ যন্ত্রণা ভোগ করছে। যুগের পর যুগ এ অবস্থা চললেও কোন সরকারই অতীব জনগুরুত্বপূর্ণ এ দাবিটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফলে ৩০ বছর আগে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এ মহাসড়কে অতিরিক্ত দুর্ঘটনার কারণে পর্যটন শিল্পের অগ্রগতিও চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই জনগণের জানমালের সার্বিক নিরাপত্তার স্বার্থে অর্ন্তবর্তী সরকারের আমলেই এ সড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার ও রামু সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার এর সভাপতি কমরেড গিয়াস উদ্দিন। রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর বড়ুয়া, কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার এর পৃষ্টপোষক সাংবাদিক এইচএম এরশাদ, সদস্য সচিব নাজিম উদ্দিন, সদস্য কামরুল হাসান, আমরা কক্সবাজারবাসী সংগঠনের কক্সবাজার শহর শাখার সভাপতি মমতাজ শফিনা আজিম, ডিএলডিসি প্লাটফর্ম কক্সবাজার এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেন সুমন, রামু সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. কেপি দাশ, প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রামু উপজেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী তরুন বড়ুয়া, এনজিও কর্মকর্তা প্রসূন বড়ুয়া, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুজিবুল হক, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সুবীর ব্রাক্ষ্মন চৌধুরী বাদল, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুজিবুল হক, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু শাখার সাধারণ সম্পাদক আবদুল হাশেম, সহ সভাপতি হোসনে আরা বেগম, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, রামু লেখক ফোরাম ও লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদ সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাবেক ছাত্রদলনেতা ও এনজিও কর্মকর্তা নুরুল কবির, বিএনপি নেতা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মো. ইলিয়াছ মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রামু উপজেলার সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক শিপন বড়ুয়া, রামু উপজেলা পিকআপ চালক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূট্টো, সংবাদকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ, জাবেদুল আনোয়ার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করা এখন সময়ের দাবি। চট্টলাবাসীর এ গণদাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ডাক দেয়া হবে।

মানববন্ধনে রামু প্রেস ক্লাব, সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বর, রামু পাবলিক লাইব্রেরী, খিজারীয়ান-৮৬, এসএসসি ৯৮ ব্যাচ, এসএসসি ৯৯ ব্যাচ, জাগ্রত-৯৬, রামু সম্প্রীতি পরিষদ, রামু ফুটবল ট্রেনিং সেন্টার, রামু লেখক ফোরাম, পিকআপ চালক শ্রমিক সমবায় সমিতি, লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

একই পরিবারে ৬৩ জন কোরআনের হাফেজ

নূর নিউজ

ইসলামিক জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

নূর নিউজ

‘গণহত্যার দায়ে আ.লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে’

আনসারুল হক