চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াল ভারত

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়িয়েছে বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি মাস থেকে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো হলো। আগামী ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

দেশটির শিল্প কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ভারতে চলতি বছর রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের প্রত্যাশা করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে প্রায় আট মিলিয়ন টন চিনি রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে।

ভারত গত মে মাসে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে; যা চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছিল। মূলত, চিনির দামে লাগাম টানতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

ধর্মনিরপেক্ষতা নিয়ে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নূর নিউজ

ইসলাম সহাবস্থানের কথা বলে, সেই সহাবস্থানের ক্ষেত্রে ভারত একটি মডেল: ড. মহম্মদ বিন আবদুল করিম আল ঈসা

নূর নিউজ

আমাদের তেল ছাড়া বিশ্ব দুই সপ্তাহ চলতে পারে না: সৌদি আরব

নূর নিউজ