চীনে প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময় সভা

চীনের বাজারে বাংলাদেশি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা আরও কাজে লাগানোর উপায় খুঁজতে মতবিনিময় সভা করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা।

স্থানীয় সময় রোববার বিকেলে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বেইজিং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মনসুর উদ্দিন।

আলোচনা সভায় ব্যবসায়ীরা চীনের সঙ্গে বাণিজ্যবৈষম্য কমিয়ে আনতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন। পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ ও চীন সরকারের সহযোগিতা চান।

মনসুর উদ্দিন বলেন, “চীনের বাজারে ৯৭% শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগটি ২০২৬-এর পর আর থাকবে না। তাই এখনই আমাদেরকে এ সুযোগটি গ্রহণ করতে হবে। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ফিশারিজ, কৃষিপণ্য, হস্তশিল্প ইত্যাদি পণ্যের রপ্তানি বাড়াতে আমদানিকারক এন্টারপ্রাইজগুলো খুঁজে বের করতে হবে।”

এ জাতীয় আরো সংবাদ

কাতারের দোহা জাদিদে স্টার অব ঢাকা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু

নূর নিউজ

রোমে প্রবাসী বাংলাদেশি নারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নূর নিউজ

ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে: প্রধানমন্ত্রী

নূর নিউজ