চীন থেকে আরও ২০ লাখ টিকা আসছে

নূর নিউজ: চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল শনিবার। দুটি পৃথক উড়োজাহাজে শনিবার রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমও টিকা আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে।’

উল্লেখ্য, তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

এ জাতীয় আরো সংবাদ

জুলুম নির্যাতন করে জামায়াতকে দমানো যাবে না, অধ্যাপক মুজিবুর রহমান

নূর নিউজ

পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতা: ডিবি থেকে সাকলায়েনকে প্রত্যাহার

আনসারুল হক

শেখ হাসিনা ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করেন না: ওবায়দুল কাদের

নূর নিউজ