ছাত্র খেলাফতের উদ্যোগে ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের উদ্যোগে ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মুহাররম মঙ্গলবার বিকাল তিনটায় লালবাগস্থ কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, অন্যায়-দুরাচারের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম করে জালিমের বিরুদ্ধে মজলুমের অকুতোভয় লড়াইয়ের সাহস সঞ্চার করাই আশুরার চেতনা ও শিক্ষা। এই দিনে নবীজী (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সত্য প্রতিষ্ঠায় ইয়াজিদ বাহিনীর হাতে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য ইমাম হোসাইন (রা.)এর এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে। তাঁর ত্যাগের মহিমা মুসলিম উম্মাহ্র জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। তবে ইসলামের ইতিহাসে কারবালার এই শোকাবহ ঘটনার আগেও এ দিনে নানা তাৎপর্যময় ঘটনা ঘটেছে। এজন্যই আশুরার দিনকে বিশ্বমুসলিমের কাছে অনেক তাৎপর্য ও শিক্ষনীয়।

তারা বলেন, ইমাম হোসাইন (রা.)-এর ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে আমাদেরকেও সমাজের সকল প্রকার অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পথ প্রশস্ত করতে হবে।

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মু. আবুল হাসিম শাহীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মু. মহিউদ্দিন ঢাকুবীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব  মাওলানা আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন।

আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আরিফ বিল্লাহ আল হুমাইদী, জয়েন্ট সেক্রেটারি ইসহাক আল মামুন, জয়েন্ট সেক্রেটারি আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হিফজুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরিফুর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল্লাহ আল হোসাইন রাতুল, কেন্দ্রীয় নেতা ফখরুদ্দীন শিবলী, হোসাইন আহমদ, গাজী মোঃ আশরাফ আলি, রায়হান উল মোস্তফা তানভীর, আশরাফ শিহাব, নাঈমুল ইসলাম, আহমেদ মূসা, মুজাহিদুল ইসলাম জিহাদ, মাসুম হাসনাত মাহির প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের সুপারিশ

আনসারুল হক

বিমান দূর্ঘটনায় স্থগিত হলো ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’র চিত্রপ্রদর্শনী ও ড্রোন শো

আনসারুল হক

সরকারের বিরুদ্ধে জনতার রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে

নূর নিউজ