জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী কর্মসূচির ঘোষণা জমিয়তের

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে আগামী ২৫ জুলাই (শুক্রবার) বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি দেশের সকল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীদের প্রতি এই কর্মসূচি সফল করতে যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

জমিয়তের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এই কর্মসূচিতে সর্বস্তরের তাওহিদি জনতাকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রতিদিন বাংলা‌দে‌শি‌দের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস

নূর নিউজ

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

আনসারুল হক

কানাডা-দুবাইয়ে প্রবেশে ব্যর্থ হয়ে অবশেষে ঢাকায় মুরাদ

আনসারুল হক