জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।

অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, “আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইসঙ্গে আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করার দাবি জানিয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি রীতিমতো আতঙ্কজনক। উপ-উপাচার্যের বক্তব্য অনুযায়ী ঘটনাগুলো ভীতিকর। তিনি জানান, জিওসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও সঠিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এতে প্রশ্ন উঠছে, নির্বাচনের সময় সারাদেশে ৩০০ আসনের হাজারো ভোটকেন্দ্রের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে।

স্বাধীনতার পর ৫৩ বছরে অনুষ্ঠিত কোনো নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা বা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। একই ব্যবস্থায় আবারো নির্বাচন হলে সংকট ও জটিলতা দূর হবে না বলেও জানান। এ পরিস্থিতিতে তিনি পিআর পদ্ধতিকে (Proportional Representation) কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “পিআর নিয়ে জাতীয়ভাবে আলোচনার প্রয়োজন। প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য নোট করেছেন।”

এ জাতীয় আরো সংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি

নূর নিউজ

হেফাজতের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ গ্রেফতার

আনসারুল হক

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে আগে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে

নূর নিউজ