জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সমর্থন করেছে, বিচার হতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে জাতীয় পার্টি সব ধরনের সহযোগিতা করেছে। যারা এ ধরনের ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রিজভী এ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের অনুসারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপির নয়। গণতান্ত্রিক সমাজে সমালোচনা করার অধিকার সবার আছে। তবে ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক।’

তারেক রহমান প্রসঙ্গে রিজভী আরও বলেন, তাঁকে কারাগারে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল পুরো জাতিকে পরাজিত করা।

এ জাতীয় আরো সংবাদ

সাংবাদিক তুহিন হত্যায় থানায় মামলা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

আনসারুল হক

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি: প্রেস সচিব

আনসারুল হক

আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই

নূর নিউজ