জানুয়ারির মধ্যে ইরাক ছাড়বে মার্কিন সেনাবাহিনী

যুক্তরাষ্ট্র আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম পার্স টুডে।

এ বিষয়ে ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি জানান, ইরাক ও যুক্তরাষ্ট্ররে মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এ তারিখ নির্ধারণ করা হয়েছ।

তিনি আরও জানান, এরইমধ্যে মার্কিন সেনারা ইরাক ছাড়তে শুরু করেছে। আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই বললেই চলে।

প্রসঙ্গত, সাদ্দাম সরকারের পতনের পর ২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা অবস্থান করছে। ইরাকের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। ইরাকের সংসদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: জো বাইডেন

আলাউদ্দিন

গুম হওয়া স্বজনদের ফিরে পেতে জাতিসঙ্ঘের সামনে বিক্ষোভ

নূর নিউজ

যাদের সুরে মেতে উঠবে মসজিদুল হারামের মুসল্লীদের হৃদয়

নূর নিউজ