জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় জাপান রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার সকাল ১০টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ নেতা বৈঠকে অংশ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।

দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ জাতীয় আরো সংবাদ

জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় উপজেলা জমিয়ত

আনসারুল হক

সেবাপ্রত্যাশীদের ‘স্যার’ বলে ডাকেন এই সরকারি কর্মকর্তা

নূর নিউজ