জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক

নূর নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এই অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- শেখ মো. মনজুরুল হককে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান উপ-উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক আমির হোসেন। তার মেয়াদ শেষ হলে আগামী ৯ জুলাই থেকে অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ কার্যকর হবে।

এ জাতীয় আরো সংবাদ

পৌনে ২ কোটি টাকা আত্মসাৎ, সাবেক যুগ্মসচিবের বিরুদ্ধে মামলা

নূর নিউজ

কে কি করতে পারে আমার জানা আছে: প্রধানমন্ত্রী

আলাউদ্দিন

শিক্ষাপ্রতিষ্ঠান আবার কবে বন্ধ হবে, জানালেন শিক্ষামন্ত্রী

নূর নিউজ