জামায়াতের সঙ্গে নয়, ইসলামি দলগুলোর সঙ্গে আলোচনা চলছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যারা বর্জন করবে, তারাই রাজনীতির মঞ্চে নিজেদের মাইনাস করে ফেলবে। কোনো দল নির্বাচনে না গেলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালাহউদ্দিন।

তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— এ নিয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো অনিশ্চয়তা নেই।

জোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বর্তমানে বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা করছে। “আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামী সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই।”

তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, প্রার্থী মনোনয়নে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যারা মেধাভিত্তিক রাজনীতি করবে, তারাই দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

নূর নিউজ

দাম কমেছে মুরগির, অপরিবর্তিত গরুর মাংসের দাম

নূর নিউজ

রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বকে আহ্বান জানালো বাংলাদেশ

নূর নিউজ