জামায়াতে ইসলামীতে যোগ দিলেন তারাকান্দা উপজেলার জমিয়ত সভাপতি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম মণ্ডল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জামায়াতের ময়মনসিংহ জেলা কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মাহবুব রশিদ ফরাজী, তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হান্নান, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ও উপজেলা জামায়াতের প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম।

মাওলানা খায়রুল ইসলাম মণ্ডল অবিভক্ত ফুলপুর তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে তৎকালীন সময়ে নির্বাচন করেন। এরপর ২০১৩ সালে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিপুল ভোট পেলেও ফলাফলে তিনি জয়ী হতে পারেননি। ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের ব্যানারে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরে ও ফ্যাসিস্ট সরকারের রোষানলে তাকে ফেল করানো হয়।

মাওলানা খাইরুল ইসলাম মণ্ডল বলেন, আমি জনগণের ভোটে দুই দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারিনি। প্রশাসনের ভয়-ভীতি দেখিয়ে আমাকে জোর করে ফেল করানো হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের যে কোন সিদ্ধান্তে যেন আমি অবিচল থাকতে পারি তার জন্য দোয়া চাই। দলের দায়িত্ব পালন করে জনগণের কল্যাণে যেন কাজ করতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

মিটফোর্ডের নৃশংসতা জাহিলিয়াতকেও হার মানায়: গাজীপুরে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

আনসারুল হক

আলেম-ওলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি ঘটবে : বিএনপিকে হেফাজত

আনসারুল হক

দেশবাসীকে মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর ঈদের শুভেচ্ছা

নূর নিউজ