- আনসারুল হক ইমরান
‘রাজনীতিতে আবেগের জায়গা নেই’ — এই উক্তির প্রবক্তা বিএনপির সালাহউদ্দিন আহমেদ। তাহলে কি জুলাই সনদও কেবল আবেগ হয়ে থাকবে?
জুলাই আন্দোলনের শহীদরা যখন গুলির সামনে বুক পেতে দিয়েছিল, তখন কি তারা কোনো সাংবিধানিক স্বীকৃতির জন্য ভেবেছিল?
না, তারা ভেবেছিল— এই দেশ আমাদের। আবেগেই তারা রাস্তায় নেমেছিল। আবেগেই জীবন দিয়েছিল।
সালাহউদ্দিন আহমেদ আজ বলছেন, জুলাই সনদের কোনো আইনি বা সাংবিধানিক গুরুত্ব নেই। এ যেন বলার মতো,”তোমাদের রক্তের দাম নেই। আমরা কেবল সেই রক্তের উপর দিয়ে হেঁটে যাবো, ক্ষমতার চাবি নিয়ে!”
আজ যদি জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না হয়, তবে এটি শুধু রাজনৈতিক বিশ্বাসঘাতকতা না— এটি শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা।
কারা মরল? কারা গুলির সামনে দাঁড়াল?
যারা বিদেশে পালায়নি,
যারা পুলিশের ভয়ে পেছনে সরে দাঁড়ায়নি,
যারা বলেছিল, “একটা গুলি কর, একটা মরব, কিন্তু পেছাব না!”
এখন কাজ শেষ। এখন **ক্ষমতার স্বপ্ন**।
এখন সেই পোলাপান, সেই শহীদ, সেই রক্ত—সবই “আবেগ”!
এখন সেই আবেগ বিক্রি হচ্ছে।ঠিক যেমন ৭১ এর রক্ত বিক্রি হয়েছিল, তেমনি ২৪ এর রক্তও হয়তো ইতিহাসের পাতায় “আবেগ” হয়েই রয়ে যাবে।
যদি এই জাতি আজও জেগে না ওঠে, তাহলে আগামীকাল কেউ আর দেশের জন্য রক্ত দেবে না। কারণ রক্ত দেওয়ার বদলে শুধু শুনবে—‘এসব আবেগ! রাজনীতিতে আবেগের জায়গা নাই!’
লেখক: সম্পাদক, নূর নিউজ টুয়েন্টি ফোর