‘জুলাই গণঅভ্যুত্থান: প্রাপ্তি, প্রত্যাশা ও নেজামে ইসলাম পার্টির রাষ্ট্রদর্শন” শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান বুধবার বিকেল ৩টায় শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। তিনি বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী সরকার যে সীমাহীন জুলুম ও শোষণ চালিয়ে আসছিল, তার অবসানে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এখন প্রয়োজন এই অর্জনকে সুসংহত করা এবং ইসলামী রাষ্ট্রদর্শনে জাতিকে উদ্বুদ্ধ করে বৈষম্যহীন ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণ।”
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা আমীর ও কারানির্যাতিত নেতা মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। তিনি বলেন, “নেজামে ইসলাম পার্টির নেতৃত্বেই ১৯৫৬ সালে ইসলামী শাসনতন্ত্রের ঐতিহাসিক ২২ দফা ঘোষিত হয়েছিল, যেখানে ‘আইন আল্লাহর, সরকার জনগণের, জমি কৃষকের, কারখানা শ্রমিকের’—এই ঘোষণাই ছিল যুগান্তকারী রাষ্ট্রদর্শনের ভিত্তি। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নব স্বাধীনতার আবহ সৃষ্টি হয়েছে, তা পূর্ণতা পাবে ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে।”
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জননিরাপত্তা আজও হুমকির মুখে। খুন, অপহরণ, ঘুষ, দখলবাজি—সব মিলিয়ে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে এসব দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সভায় কুরআন তিলাওয়াত করেন রামু উপজেলা শাখার নবনির্বাচিত সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা হাফেজ ওজাইরুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
- জেলা নায়েবে আমীর মুফতি এমদাদুল্লাহ হাসান
- সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী
- সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ আবরারী
- সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী
- প্রচার সম্পাদক হাফেজ শওকত আলী
- সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুল হামিদ
- দফতর সম্পাদক অ্যাডভোকেট ঈসা মাহমুদ হাসেমী
- সহ-দফতর সম্পাদক যায়নুল আবেদীন
- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক আজিজ
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল মতিন মোহাম্মদ আসেম
- সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম
- সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ
- শ্রম সম্পাদক মাওলানা মনজুর ইলাহী
- স্বেচ্ছাসেবক সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক
- কৃষি সম্পাদক আব্দুল কাইয়ুম
- ছাত্র সম্পাদক মাওলানা দিদারুল আলম
- নির্বাহী সদস্য হাফেজ আজিজুল হক মক্কী, হাফেজ শফি, মাওলানা মিজানুল হক
- ছাত্রসমাজ সভাপতি অলি উল্লাহ আরজু
- যুবসমাজ নেতা জসিম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, হাফেজ এরশাদুল্লাহ
- রামু উপজেলা ছাত্রসমাজ সভাপতি নুরুল আলম
- উখিয়া উপজেলা সদস্য সচিব আবদুল্লাহ মাহমুদ
- পৌর শাখা আহ্বায়ক আহমদ ইয়াছিন
- সদর উপজেলা শাখার শাহেদুর রহমান
- ছাত্রনেতা এহসানুল হক, বুরহান উদ্দিন, ইমরান ফয়জী প্রমুখ।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।