জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি: নেজামে ইসলাম পার্টি

জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ বুধবার এক বিবৃতিতে পার্টির আমীর সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মুসা বিন ইজহার আজ এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে ইন্টেরিম সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে ২০১০ সালের পিলখানা ট্রাজেডি, ২০১৩ সালের শাপলা গণহত্যা, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আলেম-উলামা, মাদরাসার ছাত্র ও ইসলামী দলগুলোর অবদানকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার ফলে এ ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি।

নেতৃদ্বয় বলেন, আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানালেও একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচারের দৃশ্যমান অগ্ৰগতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে এমন ঘোষণা নির্বাচনকে বুমেরাং করতে পারে বলে মনে করি।

নেতৃদ্বয় বলেন, আমরা মনে করি, নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা-সংলাপের ভিত্তিতে নির্বাচনে কাঙ্খিত তারিখ ঘোষণা করা হলে সেটা আরো বেশী গ্ৰহণযোগ্য হতো।

এ জাতীয় আরো সংবাদ

খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের লিখিত আবেদন!

নূর নিউজ

বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

নূর নিউজ

সংসদে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

আলাউদ্দিন