জুলাই বিপ্লবের ১ম বার্ষিকীতে কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের শুকরিয়া র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শুকরিয়া র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর বাহারছড়া গোলচত্বর থেকে শুরু হয়ে শহীদ সড়ক মোড়ে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

জেলা সভাপতি অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। প্রধান বক্তা ছিলেন জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতি এমদাদুল্লাহ হাসান, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা আহ্বায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা সাংগঠনিক মাওলানা খালেদ সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ আবরারী, কক্সবাজার পৌর নেতা মাওলানা মনজুর ইলাহি, সদর উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট ঈসা মাহমুদ হাসেমী, রামু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, উখিয়া উপজেলা সদস্য সচিব মাওলানা আব্দুল হামিদ, ঈদগাঁও উপজেলা সদস্য সচিব হাফেজ মিজানুল হক এবং ইসলামী যুবসমাজ নেতা মাওলানা আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, মাওলানা দিদারুল আলম, মাওলানা আতাউল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, কবি শফিকুল ইসলাম ও হাফেজ এরশাদুল্লাহ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসমাজের জেলা দফতর সম্পাদক আহমদ ইয়াছিন। আলোচনা পর্বে আরও অংশ নেন জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক আবদুল্লাহ মাহমুদ এবং ছাত্রনেতা হাফেজ এহসানুল হক শাহেদুর রহমান, আবদুল্লাহ আল-নোমান, রায়হান উদ্দিন, বুরহান উদ্দিন, ইমরান ফয়জী, শাফায়াত, রহিম উল্লাহ, তারেক ইকবাল, মঈন উদ্দিন, নিশান, সাঈদুর রহমান, ওবায়দুল হাসান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ হবে স্বৈরাচার, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র। একে বাস্তবে রূপ দিতে হলে ইসলামী নেজামের কোনো বিকল্প নেই।” তাঁরা কওমি ছাত্রসমাজের ত্যাগ ও অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানান এবং ভবিষ্যতে যেন নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথা না তোলে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সভা শেষে জুলাই বিপ্লবের বীর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

দাখিল-আলিমে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, জানাল মাদ্রাসা শিক্ষা বোর্ড

আনসারুল হক

শিক্ষামন্ত্রী ভিনদেশী সিলেবাস এদেশে চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত

নূর নিউজ

আল্লামা শফী সুস্থ, ফিরলেন মাদ্রাসায়

আনসারুল হক