জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের অবদানের স্বীকৃতি দেয়ার দাবি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নবনির্বাচিত আমীর, কারানির্যাতিত নেতা মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে তাজা রক্তের স্রোতধারায় ফ্যাসিবাদী অপশক্তির পতন হয়েছে। তাই জুলাই এখন কেবল একটি মাস নয়; এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক রক্তিম স্মারক, জালিমের বিরুদ্ধে মজলুমের এক প্রচণ্ড দ্রোহের নাম। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত দেশের নতুন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী শক্তির ঐক্য সুসংহত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এ সংগ্রাম জোরদার করতে হবে।

তিনি ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি পতিত অপশক্তির প্রেতাত্মারা যেন রাষ্ট্রে নতুন কোন চক্রান্তের জাল বিস্তার করতে না পারে সে ব্যাপারে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সজাগ থাকার আহবান জানান।

বুধবার ( ১৬ জুলাই) বিকেলে শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচনা করেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।

তিনি বলেন, ফ্যাসিস্ট অপশক্তির দীর্ঘদিনের শাসন-শোষণের অবসানে ২৪ এর জুলাই বিপ্লব যুগ-যুগান্তরে প্রেরণার মশাল প্রজ্জ্বলিত করে যাবে। এ জুলাই বিপ্লবের শহীদান ও যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে বীরত্বের স্বীকৃতি দিতে হবে। সেই সাথে জুলাই বিপ্লবে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তিম অবদানের স্বীকৃতিও জুলাই সনদের মাধ্যমে অবশ্যই দিতে হবে।

তিনি খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, দখলবাজিসহ দুর্বৃত্তায়ন নির্মূল করার মাধ্যমেই জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা সমুন্নত করার আহবান জানান।
জেলা যুগ্ম -সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরিদুল আলম, জেলা অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল হামিদ, দফতর সম্পাদক এড. ঈসা মাহমুদ হাসেমী, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, দাওয়াহ সম্পাদক মাওলানা এজাজুল করিম শফি, আইন বিষয়ক সম্পাদক এড. তারেক আজিজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সালেম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর ইলাহী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আবছার, নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ শফি, সদস্য মাওলানা হাফেজ মিজানুল হক প্রমুখ।

সভা শেষে জুলাই বিপ্লবের বীর শহীদানের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও সংগঠনের জেলা প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলীর আরোগ্য কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, সহ-দাওয়াহ সম্পাদক মাওলানা কারী রুহুল কাদের।

সভায় নেতৃবৃন্দ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ফ্যাসিস্টদের দোসরদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

এ জাতীয় আরো সংবাদ

মেট্রোর ওপর দিয়ে টানা ইন্টারনেট ও ডিসের তার অপসারণের নির্দেশ

নূর নিউজ

রেজা কিবরিয়া ও ভিপি নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আনসারুল হক

আজ চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন

আনসারুল হক