জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আজ ৫ আগস্ট মঙ্গলবার সকালে রাজধানীর মারকাযুত তাকওয়া কামরাঙ্গীরচরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ ঢাকা মহানগরীর সভাপতি মুফতি আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইমাম পরিষদের সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী আ. ফ. ম. আকরাম হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, যারা দেশ ও জনগনের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে আমরা সম্মান জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন তাদের শাহাদাত কবুল করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করেন এবং তাদের রক্তের বদৌলতে দেশকে শান্তি ও কল্যাণের পথে পরিচালিত করুন।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে মাদরাসা ছাত্রদের অবদান অনস্বীকার্য। তাদের অবদানকে উপেক্ষা করে জুলাই সনদ ঘোষিত হলে আমরা তা প্রত্যাখ্যান করতে বাধ্য হবো।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আ ফ ম আকরাম হুসাইন বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল এক অধ্যায়। এ উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ইসলামের সঠিক বিধি-মোতাবেক কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও দোয়া মাহফিলের মাধ্যমে। ঢোল-তবলা ও গান-বাদ্যের মাধ্যমে শহীদদের আত্মায় কষ্ট দেয়া উচিৎ নয়। আমরা শহীদদের স্মরণে গান-বাজনা সংস্কৃতির সংস্কার চাই।
যুগ্ম মহাসচিব মুফতি জাকির বিল্লাহ সঞ্চালিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুস সালাম, ঢাকা জেলা সভাপতি মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, ঢাকা মহানগরী সহ সভাপতি মাওলানা শফিউদ্দীন জিহাদী, প্রচার সম্পাদক মাওলানা কামাল উদ্দীন নোমানী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি ক্বারী সিদ্দীকুর রহমান সাইফী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মুফতি নাদিম আহমাদ, কেন্দ্রীয় প্রচার সেল সদস্য মুফতি আবু বকর সিদ্দীক প্রমুখ।
বক্তারা আরও বলেন, জাতীয় ইমাম পরিষদ আয়োজতি দোয়া মাহফলিরে মাধ্যমে এ স্মরণ অনুষ্ঠান শিক্ষণীয়, ঐক্যবদ্ধ ও বরকতময় হবে। এতে শহীদদের জন্য দোয়া, আহতদরে জন্য আরোগ্যের র্প্রাথনা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সঠিক প্রকাশ নিশ্চিত হব।
অনুষ্ঠানে শহীদদের রূহের মাগফিরাত, আহতদরে আরোগ্য, দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
কর্মসূচী: সারাদেশের সকল মসজিদ আজ বাদ আসর জুলাই শহীদদের জন্য দোয়ার আহ্বান জানানো হয়।