জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসক।

একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন পরপর জ্বর আসে একাধিক কারণে। তিনি লিভার ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ।

মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে বাসায় রেখে যেসব পরীক্ষা করা সম্ভব তা করাচ্ছেন। নিয়মিতভাবে তার আত্মীয়-স্বজনও বাসায় এসে খোঁজ রাখছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছেন। ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।

এ জাতীয় আরো সংবাদ

মুগ্ধর কবর জিয়ারত করলেন হেফাজত মহাসচিব

নূর নিউজ

এখনও সময় আছে অবিলম্বে পদত্যাগ করুন: সরকারকে মির্জা ফখরুল

নূর নিউজ

ভাষার বৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রদূত মুশফিকের দৃঢ় আহ্বান

Sufian Farabee