টঙ্গি থেকে ইমাম অপহরণ ও তার বর্ণনা উদ্বেগজনক : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা এবং অপহরণের পুর্বাপর ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অপহরণকৃত ইমামের ভাষ্যমতে, কয়েক মাস ধরেই তাকে একাধিক চিঠি দিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়েছে, ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে কথা বলতে বলা হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে। হিন্দু-মুসলমান প্রেমের পক্ষে কথা বলতে বলা হয়েছে। তাদের কথামতো মসজিদে বয়ান দিলে তাকে কোটি টাকা দেওয়ার কথাও বলেছে তারা। আর না বললে তাকে প্রাণনাশ ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে। তার পরিবারের করা ডাইরির তথ্যমতে, প্রায় ৫ মাস আগে জুমার বয়ানে ইসকনবিরোধী কথা বলেছিলেন তিনি। তারপর থেকেই তাকে ইসকনের বরাত দিয়ে একের পর এক চিঠি দিয়ে হুমকি দেওয়া হতো ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, তার বর্ণনার এই অংশটি বেশি গুরুত্বপূর্ণ। ইসকনের নাম দিয়ে দেশের একজন ইমামকে হুমকি দেয়া এবং তারপরে তাকে অপহরন করার মধ্যে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। সাম্প্রতিক গাজীপুরেই একটি মুসলিম বালিকাকে এক হিন্দু কতৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। বুয়েটের এক শিক্ষার্থী সত্য-মিথ্যা মিলিয়ে মুসলিম মেয়েকে ধর্ষণ করা এবং তাদেরকে নিয়ে যৌন হয়রানীমূলক কথা অনলাইনে প্রকাশিত হয়েছে। সার্বিক বিবেচনায় মনে হচ্ছে, কোন অপশক্তি দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য খুবই উগ্র ও পরিস্কারভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে পরাজিত শক্তির পক্ষে এই ধরণের অপচেষ্টার কারণ বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা প্রশাসনকে বলবো, বস্তুনিষ্ঠ তদন্ত করুন। ঘটনা ধামাচাপা দিয়ে পরিস্থিতি সামলানো যায় না। মুসলিম মেয়ে ধর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজের ভাষ্য খুবই আপত্তিকর এবং মিথ্যা। আমরা আশা করবো, এই ঘটনার ক্ষেত্রে এমন কোন দায়সারা কাজ করবেন না। কারণ ঘটনার পরম্পরা খারাপ কোন চক্রান্তের আভাষ দিচ্ছে। তাই দ্রুততার সাথে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।

এ জাতীয় আরো সংবাদ

স্ত্রীর কবরের পাশে ১৬ বছর ধরে কোরআন তিলাওয়াত করছেন স্বামী

নূর নিউজ

পঞ্চগড়ে রাকিব ও তার পরিবারের ওপর কাদিয়ানিদের হামলার তীব্র নিন্দা তাহাফফুজে খতমে নবুওয়তের

নূর নিউজ

বাস-ট্রেনে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে?

নূর নিউজ