টেক্সাসে মানবপাচারসহ ৭ অভিযোগে যুবক গ্রেফতার

টেক্সাসের ফোর্ট মায়ারসে মানব পাচারের ৪টিসহ মোট ৭ টি অভিযোগে ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ফোর্ট মায়ারসে ট্রাফিক স্পট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম আবেল ফার্নান্ডো নাভাস সালাজার। তিনি টেক্সাস পাছাডেনায় থাকতেন। তার বিরুদ্ধে ৭ টি অভিযোগ ছিল। অভিযোগগুলোর মধ্যে তিনি লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো, নিবন্ধনহীন গাড়িতে ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার এবং মানব পাচারের জন্য অন্য ৪ টি অভিযোগ রয়েছে।

ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল ওফিসের কর্মকর্তা বলেন, গ্রেফতার তিনি ৪ জন অনথিভুক্ত অভিবাসীর ফাইনান্সিয়াল প্রোফিটের কাগজ মীয়ামিতে নিয়ে যাচ্ছিলেন।

ফেডারেল এজেন্ট ৪ অভিবাসীকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ফর ইমিগ্রেশনে প্রোসেসিং এ নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে নাভাস সালাজারকে লী কাউন্টি জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ৈ পরবর্তী আদালত বসবে ২১ মার্চ।

এ জাতীয় আরো সংবাদ

উত্তর আমেরিকায় সহিংসতা: এবার টরোন্টোয় স্কুলের সামনে পুলিশের গুলিতে ‘বন্দুকধারী’ নিহত

নূর নিউজ

ইউক্রেনকে ৩৫০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নূর নিউজ

নিউইয়র্কের বাফেলো হত্যাকাণ্ড: গ্রেফতার পেইটনকে ফার্স্ট ডিগ্রি মার্ডারে অভিযুক্ত

নূর নিউজ