ডাল-ভাত খেতে ভালো লাগে: হাটহাজারীতে বললেন সালাহউদ্দিন

হাটহাজারী মাদ্রাসায় সাধারণ শিক্ষার্থীদের খাদ্যতালিকায় থাকা ডাল-ভাত ও গরুর মাংসের স্বাদ নিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান এবং দলটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে তাঁরা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান কেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তাঁরা সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী ও সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মাদ্রাসার মহাপরিচালকের কক্ষে ফ্লোরে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও শায়খুল হাদিস শায়খ আহমেদ এবং যুগ্ম মহাসচিব ও মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ শিক্ষকবৃন্দ।

দুপুরের খাবার শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমার ডাল-ভাত খেতে ভালো লাগে।”
তিনি এই সরল খাবারে উপস্থিত আন্তরিকতা ও স্বাদে মুগ্ধতার কথা জানান।

মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম সাইয়্যিদ জানান, হাটহাজারী মাদ্রাসায় প্রতিদিন দুপুর ও রাতে প্রায় ৯ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ডাল-ভাত সরবরাহ করা হয়। প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার ডাল-ভাতের সঙ্গে গরুর মাংস পরিবেশন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডা. এএসএম ইমতিয়াজ হোসেন বলেন, “ডাল ও ভাতের সংমিশ্রণ একটি সুষম খাদ্য। এতে রয়েছে প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার ও মিনারেলস। এই সাধারণ খাবার স্বাস্থ্যকর জীবনধারার জন্য অত্যন্ত উপকারী।”

হাটহাজারী মাদ্রাসার সফর ও মধ্যাহ্নভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ রাজনৈতিক শিষ্টাচার এবং ইসলামী নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের একটি নতুন বার্তা বলেও অনেকে মনে করছেন।

এ জাতীয় আরো সংবাদ

ইফতারের দোয়া

আনসারুল হক

পটিয়া মাদ্রাসায় ছাত্রদের ভাঙচুরের ঘটনায় বিভিন্ন সংগঠনের নিন্দা

নূর নিউজ

বৈশ্বিক সমস্যা হয়ে উঠছে ‘বিষণ্নতা’

নূর নিউজ