ডিএমপির ৫ থানায় ওসি বদলি!

সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান থানায় নতুন ওসি হিসেবে পাঁচ পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে শাহজাহানপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. মইনুল ইসলামকে সূত্রাপুর থানার আর শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে রামপুরা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ারী থানার ওসির দায়িত্ব পেয়েছেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদার। সূত্রাপুর থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

 

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। একই আদেশে শাহজাহানপুর থানার ওসি মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগ, দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগ ও রামপুরা থানার ওসি মো. আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

দলীয় পদ পেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নূর নিউজ

অন্তর্বর্তী সরকার আজ শপথ নেবেন বলে আশা করছেন সেনাপ্রধান

নূর নিউজ

৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর কোচিং সেন্টার বন্ধ

নূর নিউজ