ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, প্রস্তুতি সম্পন্নের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে আগের তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে দায়িত্বে রাখা হবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও জানান, নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান

আনসারুল হক

নোয়াখালীতে মির্জা কাদেরের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

আলাউদ্দিন

পোস্টিংয়ের জন্য তদবির থেকে বিরত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নূর নিউজ